Saturday, 25 February 2012

নাজিরের পক্ষপাত বিপিএলে

0 comments

পাকিস্তানি মারকুটে ব্যাটসম্যান ইমরান নাজিরের মতে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলার মান, প্রতিদ্বন্দ্বিতা ও পেশাদারি কোনো মতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে কম নয়; বরং অনেক ক্ষেত্রে বিপিএলকেই তাঁর সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতা বলে মনে হয়েছে।
‘বিপিএলে যেসব ভিনদেশি ক্রিকেটার খেলছেন, মানের বিচারে তাঁরা কোনো অংশেই পিছিয়ে নেই। এই আসরে ক্রিস গেইল দুর্দান্ত খেলেছেন, খেলছেন আজহার মাহমুদ, ডুয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডের মতো ক্রিকেটার। এই প্রতিযোগিতাকে পিছিয়ে রাখার কোনো উপায় নেই।’ ইমরান নাজিরের মন্তব্য।
তিনি বলেন, ‘বিপিএলের ব্যবস্থাপনা চমত্কার। দারুণ পেশাদারি এখানে। আমি এই প্রতিযোগিতায় খেলে দারুণ আনন্দ পাচ্ছি।’
গত ম্যাচে চিটাগং কিংসের ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে পারেনি ঢাকা গ্ল্যাডিয়েটরস। মাথায় আঘাত পাওয়ার কারণে দলে ছিলেন না ইমরান নাজির। ব্যাপারটিকে খেলার অংশই মনে করেন তিনি। তিনি বলেন, ‘মাথায় আঘাতটা বেশ গুরুতর ছিল। মেডিকেল পরামর্শ ছিল ৪৮ ঘণ্টা খেলার বাইরে থাকার। দল হেরে গেছে, খারাপ লেগেছে যে কোনো ভূমিকা রাখতে পারিনি।’
ঢাকা গ্ল্যাডিয়েটরস দলে তাঁর সঙ্গে খেলছেন আজহার মাহমুদ। দল সেমিফাইনালে উঠলে যুক্ত হবেন ‘বুম বুম’খ্যাত শহীদ আফ্রিদি ও দুরন্ত ফর্মে থাকা অফ স্পিনার সাঈদ আজমল। ব্যাপারটি দারুণ স্বস্তি দিচ্ছে ইমরান নাজিরকে। তিনি বলেন, ‘তাঁরা দুজনই পাকিস্তান দলের দুর্দান্ত পারফরমার। আশা করছি, তাঁরা এসে ঢাকা গ্ল্যাডিয়েটরসের শক্তি বৃদ্ধি করবেন, দলকে উজ্জীবিত করবেন।’

0 comments:

Post a Comment