সিলেটের জয়ের দুই নায়ক সোহেল তানভির ও কামরান আকমল
নিজেদের সম্ভাবনা শেষ। চাপ নেই। সিলেট রয়্যালস এখন পারে টুর্নামেন্টটা উপভোগ করতে, একটু শ্রদ্ধা আদায় করতে। সবচেয়ে বেশি পারে অন্যের পথ কণ্টকাকীর্ণ করতে। যেমনটা করল কাল দুরন্ত রাজশাহীর জন্য। ম্যাচটা জিতলেই সেমিফাইনালে এক পা দিয়ে ফেলত রাজশাহী। কিন্তু টানা পাঁচ ম্যাচ জিতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে আবির্ভূত হওয়া দল পা হড়কাল তলানিতে থাকা দলের বিপক্ষে! দুঃস্বপ্নের টুর্নামেন্টে সিলেট প্রথম জিতল অষ্টম ম্যাচে।
সিলেট জিতে জমিয়ে দিল সেমিফাইনালের লড়াই। সমান আট ম্যাচে খুলনা, চিটাগং ও রাজশাহীর পয়েন্ট এখন সমান—১০। ৮ পয়েন্ট নিয়ে ঢাকা ও বরিশালও ভালোমতোই আছে শেষ চারের লড়াইয়ে।
এই উইকেটে ১২৪ রান যে নেহাত মন্দ নয়, ঘণ্টা দেড়েক আগেই দেখিয়েছে চিটাগং কিংস। ১২০ রানের পুঁজি নিয়েও জিতেছে ১৩ রানে। কিন্তু চিটাগংয়ের ফর্মুলা অনুসরণ করতে পারেনি রাজশাহী বাজে বোলিং ও ফিল্ডিংয়ে। জিততে হলে প্রয়োজন ছিল পাওয়ার প্লেতে সিলেটকে বেঁধে রাখা। ১৩ রানের মাথায় কামরান আকমলের সহজ ক্যাচ ছাড়লেন স্যামুয়েলস, ৮ রানে ট্রেগো জীবন পেলেন খালিদ লতিফের হাতে। সুযোগ পেয়ে সিলেটের দুই ওপেনার ৬ ওভারেই তুলে ফেলেন ৪৫। আকমলের ৫১ বলে ৭২ দলকে এনে দিয়েছে অনায়াস জয়। স্বদেশি নাসির জামশেদকে (২৯০) টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ রানও এখন পাকিস্তানি উইকেটরক্ষকের (২৯৮)।
মন্থর উইকেটে রাজশাহীকে বিস্ময়করভাবে বেঁধে রাখলেন দুই পেসার সোহেল তানভির ও আবুল হাসান। আগের ম্যাচে ক্যারিয়ার-সেরা ইনিংস (৮৯*) খেলা জুনায়েদ বাজে শটে বোল্ড তানভিরের তৃতীয় বলেই। আবুল হাসান পরের ওভারে ফেরালেন রাজশাহীর দুই ব্যাটিংস্তম্ভ স্যামুয়েলস ও মুশফিককে। প্রায় ১৫ ওভার এক প্রান্ত আগলে রাখা ওপেনার শাহজেবকে (৪৬ বলে ৫৪) ফেরাতেও ছিল তানভিরের ভূমিকা, নূর হোসেনের বলে ক্যাচ নিয়েছেন পয়েন্টে। দ্বিতীয় স্পেলে ফিরে তানভির টানা দুই বলে ফিরিয়েছেন রাজ্জাক ও সাব্বিরকে, পরে স্টাম্প উড়িয়েছেন সামির। শেষ বলে শুভাগত ক্যাচ না ছাড়লে ৫ উইকেটই হয়ে যেত, তবে এখন পর্যন্ত বিপিএলের সেরা বোলিং এটাই (৪/১৩)।
সংক্ষিপ্ত স্কোর
দুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১২৪/৯ (শাহজেব ৫৪, জুনায়েদ ০, স্যামুয়েলস ৬, মুশফিক ০, লতিফ ১৪, রাজ্জাক ২১, সাব্বির ৬, মুক্তার ১, সামি ৯, মনির ৩*, সাকলাইন ৪*; তানভির ৪/১৩, আবুল হাসান ৩/৩০, নূর ১/২৩)। সিলেট রয়্যালস: ১৬.৩ ওভারে ১২৫/১ (আকমল ৭২*, ট্রেগো ২৪, মেনার্ড ২২*; সাকলাইন ১/২২)। ফল: সিলেট ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সোহেল তানভির।
নিজেদের সম্ভাবনা শেষ। চাপ নেই। সিলেট রয়্যালস এখন পারে টুর্নামেন্টটা উপভোগ করতে, একটু শ্রদ্ধা আদায় করতে। সবচেয়ে বেশি পারে অন্যের পথ কণ্টকাকীর্ণ করতে। যেমনটা করল কাল দুরন্ত রাজশাহীর জন্য। ম্যাচটা জিতলেই সেমিফাইনালে এক পা দিয়ে ফেলত রাজশাহী। কিন্তু টানা পাঁচ ম্যাচ জিতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে আবির্ভূত হওয়া দল পা হড়কাল তলানিতে থাকা দলের বিপক্ষে! দুঃস্বপ্নের টুর্নামেন্টে সিলেট প্রথম জিতল অষ্টম ম্যাচে।
সিলেট জিতে জমিয়ে দিল সেমিফাইনালের লড়াই। সমান আট ম্যাচে খুলনা, চিটাগং ও রাজশাহীর পয়েন্ট এখন সমান—১০। ৮ পয়েন্ট নিয়ে ঢাকা ও বরিশালও ভালোমতোই আছে শেষ চারের লড়াইয়ে।
এই উইকেটে ১২৪ রান যে নেহাত মন্দ নয়, ঘণ্টা দেড়েক আগেই দেখিয়েছে চিটাগং কিংস। ১২০ রানের পুঁজি নিয়েও জিতেছে ১৩ রানে। কিন্তু চিটাগংয়ের ফর্মুলা অনুসরণ করতে পারেনি রাজশাহী বাজে বোলিং ও ফিল্ডিংয়ে। জিততে হলে প্রয়োজন ছিল পাওয়ার প্লেতে সিলেটকে বেঁধে রাখা। ১৩ রানের মাথায় কামরান আকমলের সহজ ক্যাচ ছাড়লেন স্যামুয়েলস, ৮ রানে ট্রেগো জীবন পেলেন খালিদ লতিফের হাতে। সুযোগ পেয়ে সিলেটের দুই ওপেনার ৬ ওভারেই তুলে ফেলেন ৪৫। আকমলের ৫১ বলে ৭২ দলকে এনে দিয়েছে অনায়াস জয়। স্বদেশি নাসির জামশেদকে (২৯০) টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ রানও এখন পাকিস্তানি উইকেটরক্ষকের (২৯৮)।
মন্থর উইকেটে রাজশাহীকে বিস্ময়করভাবে বেঁধে রাখলেন দুই পেসার সোহেল তানভির ও আবুল হাসান। আগের ম্যাচে ক্যারিয়ার-সেরা ইনিংস (৮৯*) খেলা জুনায়েদ বাজে শটে বোল্ড তানভিরের তৃতীয় বলেই। আবুল হাসান পরের ওভারে ফেরালেন রাজশাহীর দুই ব্যাটিংস্তম্ভ স্যামুয়েলস ও মুশফিককে। প্রায় ১৫ ওভার এক প্রান্ত আগলে রাখা ওপেনার শাহজেবকে (৪৬ বলে ৫৪) ফেরাতেও ছিল তানভিরের ভূমিকা, নূর হোসেনের বলে ক্যাচ নিয়েছেন পয়েন্টে। দ্বিতীয় স্পেলে ফিরে তানভির টানা দুই বলে ফিরিয়েছেন রাজ্জাক ও সাব্বিরকে, পরে স্টাম্প উড়িয়েছেন সামির। শেষ বলে শুভাগত ক্যাচ না ছাড়লে ৫ উইকেটই হয়ে যেত, তবে এখন পর্যন্ত বিপিএলের সেরা বোলিং এটাই (৪/১৩)।
সংক্ষিপ্ত স্কোর
দুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১২৪/৯ (শাহজেব ৫৪, জুনায়েদ ০, স্যামুয়েলস ৬, মুশফিক ০, লতিফ ১৪, রাজ্জাক ২১, সাব্বির ৬, মুক্তার ১, সামি ৯, মনির ৩*, সাকলাইন ৪*; তানভির ৪/১৩, আবুল হাসান ৩/৩০, নূর ১/২৩)। সিলেট রয়্যালস: ১৬.৩ ওভারে ১২৫/১ (আকমল ৭২*, ট্রেগো ২৪, মেনার্ড ২২*; সাকলাইন ১/২২)। ফল: সিলেট ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সোহেল তানভির।
0 comments:
Post a Comment